Print Date & Time : 20 August 2025 Wednesday 12:19 pm

ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া আ্যান্ড পাবিলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার বাসায় তল্লাশি চালানো হচ্ছে।