ব্রাজিলের ভায়া সাও পাওলোর আটটি শহরের সঙ্গে নির্বিঘ্ন ফ্লাইট সংযোগ স্থাপন করেছে এমিরেটস। এ লক্ষ্যে এয়ারলাইনটি সম্প্রতি ব্রাজিলের শীর্ষস্থানীয় আজুল বিমান সংস্থার সঙ্গে একটি কোড শেয়ার চুক্তি স্বাক্ষর করে।
এ সব শহর থেকে আজুল ফ্লাইটের যাত্রীরা এক টিকিটেই সাও পাওলো বিমানবন্দরে সরাসরি এমিরেটস ফ্লাইটে আরোহন করতে পারবেন। এমিরেটস ফ্লাইটের যাত্রীরাও একই টিকিটে সাও পাওলো থেকে আটটি শহরে ভ্রমণের জন্য আজুলের ফ্লাইট ব্যবহার করতে পারবেন। ব্রাজিলের এই শহরগুলো হলো রিও ডি জেনেরিও স্যান্টোস ডুমন্ট, বেলেম বেলো হরিজন্টে, কুইয়াবা, কারটিবা, জুয়াযেইরো ডো নরটে, পোর্ট আলেগ্রে এবং রেসিফে। বর্তমানে বিশ্বের ২১টি এয়ারলাইন ও দুটি রেল কোম্পানির সঙ্গে কোড শেয়ার চুক্তি রয়েছে এমিরেটসের। এছাড়াও ১০৬টির অধিক এয়ারলাইন ও রেল কোম্পানির সঙ্গে এমিরেটসের রয়েছে ইন্টারলাইন চুক্তি।
এমিরেটস বর্তমানে সাও পাওলোতে পাঁচটি সাম্পাহিক ফ্লাইট পরিচালনা করছে। ব্রাজিলীয় ভ্রমণকারীরা ব্যবসা বা পর্যটনের জন্য দুবাইয়ে অন-অ্যারাইভাল ভিসা পাচ্ছেন। বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংক ও নভোএয়ারের মধ্যে এমওইউ স্বাক্ষর
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও নভোএয়ার লিমিটেডের মধ্যে করপোরেট সুবিধা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ও ইসলামী ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী। এএমডি মো. ওমর ফারুক খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইসলামী ব্যাংকের ডিএমডি জেকিউএম হাবিবুল্লাহ ও নভোএয়ারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মেসবাহ উল ইসলাম এ চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি