Print Date & Time : 31 August 2025 Sunday 2:12 am

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ১৮

শেয়ার বিজ ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনেরিও প্রদেশের পার্বত্য শহর পেট্রোপলিসে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। প্রদেশ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজ রয়েছেন অনেকে। খবর: ডয়েচে ভেলে।

রিও ডি জেনেরিওর ৬৮ কিলোমিটার উত্তরে ব্রাজিলের শেষ সম্রাট দ্বিতীয় পেদ্রোকে সমাধিস্থ করা মনোরম

পাহাড়ি শহর এই পেট্রোপলিস। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, মঙ্গলবার এই পর্যটন শহরে মাত্র তিন ঘণ্টায় ২৫ দশমিক ৮ সেন্টিমিটার (প্রায় ১০ ইঞ্চি) বৃষ্টিপাত হয়। ওই এলাকায় সাধারণত এক মাসে এই পরিমাণ বৃষ্টি হয়ে বলে জানান আবহাওয়াবিদরা।

এক বিবৃতিতে পেট্রোপলিসের স্থানীয় সরকার জানায়, নগরীর আবহাওয়া এখনও অনুকূলে আসেনি এবং দুর্যোগ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। প্রাদেশিক ফায়ার সার্ভিস উদ্ধারকর্মীসহ ব্রাজিলের কেন্দ্রীয় সেনাবাহিনীর ১৪৮ সদস্য বর্তমানে পেট্রোপলিসে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন বলে জানান কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবেন তারা।

পেট্রোপলিস ও তার আশপাশের শহরের সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। স্রোতে ভেসে গেছে গাড়ি ও ভূমিধসের ফলে ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসাবশেষ।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো এক টুইটে পেট্রোপলিসের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সহায়তা দিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকারকে নির্দেশ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি মন্ত্রিসভার সদস্যদের শিগগির সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

রিও শহরের ৬৮ কিলোমিটার উত্তরে ব্রাজিলের শেষ সম্রাট দ্বিতীয় পেদ্রোকে সমাধিস্থ করা মনোরম পাহাড়ি শহর এই পেট্রোপলিস। ছবির মতো সুন্দর শহরটির বর্তমান পরিস্থিতি দেখে বোঝার উপায় এখানে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। এর আগে ২০১১ সালে ভারী বৃষ্টি ও বন্যায় এ শহরের শতাধিক মানুষ মারা যান।