দর্শক-চাহিদার সঙ্গে মানানসই ভরপুর ফিচার নিয়ে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো ব্রাভিয়া কে সিরিজের টেলিভিশন। বাংলাদেশে সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের (সনি-স্মার্ট) হাত ধরে বাজারে এলো নতুন এই সিরিজের ওএলইডি এবং গুগল টিভি। গত বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এটির বাজারজাতকরণ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শফিকুল ইসলাম, সনি সাউথ-ইস্ট এশিয়া আরএমডিসি প্রেসিডেন্ট আতসুশি এন্দো, স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম ও স্মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিজ্ঞপ্তি
