Print Date & Time : 27 August 2025 Wednesday 12:00 am

  ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ হত্যায় স্বামীর কারাদণ্ড

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যা মামলায় ছাত্তার মিয়া (৫০) নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ছাত্তার মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ার মৃত সানু মিয়ার ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদার উল আলম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরিকাঘাতে খুন হন চার সন্তানের জননী জোসনা বেগম নামের এক নারী। জোসনা বেগম ওই এলাকার ছাত্তার মিয়ার স্ত্রী ও আব্দুল মন্নাফের মেয়ে।

এ ঘটনায় ছাত্তারসহ চারজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করা হয়। পরে নিহতের স্বামী ছাত্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাত্তার ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন। একই বছর ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ছাত্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।