ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক সিএনজির সংঘর্ষে হতাহত ৪

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এর মধ্যে সিএনজি অটোচালক জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় মাদ্রাসা শিক্ষক দম্পতিকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের আলাকপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান (১৮) সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কবির আহমেদের ছেলে। এই ঘটনায় মাদ্রাসা শিক্ষক দম্পতিসহ তিনজন আহত হয়েছে। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে কসবামুখী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার সুলতানপুরের আলাকপুর নামক স্থানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক জিয়াউর নিহত হন। আহত হন আরও তিনজন। আহতরা হলেনÑ জেলার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা ও সোনারগাঁও জিলানিয়া সিনিয়র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট (অধ্যক্ষ) মো. নুরুল ইসলাম খান শাহীন (৪৫), তার স্ত্রী নাসরিন আক্তার এবং আশুগঞ্জ উপজেলা এলাকার আজিজুল হক। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে মাদ্রাসা শিক্ষক নুরুল ইসলাম শাহীন ও তার স্ত্রী নাসরিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’