Print Date & Time : 2 August 2025 Saturday 8:48 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রতারক গ্রেফতার

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশের চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় অর্থ আত্মসাৎ করায় দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। নবীনগর থানা পুলিশ বরিশাল সদর থেকে তাদের গ্রেফতার করে। তারা হলেন কুষ্টিয়ার মনোহরদী উপজেলার সাহার আলীর ছেলে আবদুর রহিম ও ঝালকাঠির মির্জাপুর এলাকার সোলেমান খাঁর ছেলে ইয়াছিন খাঁ ওরফে খন্দকার বাবর। গতকালে শনিবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, প্রতারক খন্দকার বাবর প্রধানমন্ত্রীর বেয়াই খন্দকার মোশাররফের ভাই এবং সরকারি বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন সময় অনেকের কাছ থেকে কৌশলে টাকা আত্মসাৎ করছেন।