Print Date & Time : 15 September 2025 Monday 1:26 am

ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৯৬.৭০ শতাংশ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: এসএসসি ও সমমান পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাসের শতকরা হার ৯৭.৭০ ভাগ। শতভাগ উত্তীর্ণ এবং অর্ধেকেরও অধিক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে জেলায় সফলতার শীর্ষস্থানে রয়েছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। গতকাল বিভিন্ন বিদ্যালয় থেকে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ বছর জেলার ২৩৬টি বিদ্যালয়ের মোট ৩২ হাজার ৬২১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। তš§ধ্যে উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৫৪৫ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯০৪ জন। প্রকাশিত ফলাফলে সফলতার দিক দিয়ে গোটা জেলায় শীর্ষ স্থানে রয়েছে জেলার প্রাচীনতম এবং খ্যাতিমান বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ থেকে ৩১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ উত্তীর্ণ হওয়াসহ জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন  শিক্ষার্থী।