Print Date & Time : 7 September 2025 Sunday 11:10 pm

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে নাজিম উদ্দীন (করিম) নামে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন আদালতের বিচারক। গতকাল দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দীন ওরফে করিম (৩২) কালাই উপজেলার আহমেদাবাদ ধাপ কাথাইল গ্রামের আবু কালাম মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ মে দিবাগত রাতে নাজিম উদ্দিন তার স্ত্রী রওশন আরাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নাজিম উদ্দিন নিজেই তার বাড়িতে ডাকাতেরা ঢুকে স্ত্রীকে হত্যা করেছে বলে প্রচার করেন। তিনি স্ত্রীর স্বজনদেরও ডাকাতেরা হত্যা করেছে বলে জানান। ওই ঘটনায় নিহত রওশনের দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে ওই দিনই কালাই থানায় একজনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বুলবুল ইসলাম ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।