Print Date & Time : 6 August 2025 Wednesday 9:07 am

ব্রাহ্মণবাড়িয়ায় বালতির পানিতে শিশুর মৃত্যু

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বালতিতে রাখা পানিতে পড়ে দেড় বছরের শিশু তাসনিমের আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর পারুলিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাসনিম ওই গ্রামের রমজান মিয়ার মেয়ে।

শিশুটির পরিবার জানিয়েছে, সকালে তাসনিম ঘরে বালতিতে রাখা পানি নিয়ে খেলা করার সময় সবার অগোচরে বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।