প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর বিলের পানিতে ভাসমান অবস্থায় মিলল ষাটোর্ধ্ব জেলে ফরিদ মিয়ার মরদেহ। জেলার সরাইল উপজেলা এলাকার জেলের লাশ মিলল পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার মাইল্লা বিলে।
গতকাল সোমবার দুপুরে জেলার নাসিরনগর উপজেলার ঘুজিয়াখাইল ও চাতলপাড় এলাকার বেমালিয়া নদীর উত্তর পাশের মাইল্লা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ মিয়া (৬৫) জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকালে মেঘনা নদী ও বেমালিয়া নদীতে রিং জাল দিয়ে মাছ শিকার করতে যেতেন ধামাউড়া গ্রামের জেলে ফরিদ মিয়া। সারারাত মাছ ধরে সকালে স্থানীয় বাজারে নিয়ে মাছ বিক্রি করে বাজার-সদাই করেই বাড়িতে ফিরতেন তিনি। সোমবার সকালে মাছ বিক্রি করে নির্দিষ্ট সময়ের পরও ফরিদ মিয়া বাড়িতে না আসার কারণে পরিবারের লোকেরা তার খোঁজে বের হন। সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলার ঘুজিয়াখাইল ও চাতলপাড় এলাকার বেমালিয়া নদীর উত্তর পাশের মাইল্লা বিলে ফরিদ মিয়ার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন এবং স্বজনেরা জড়ো হয়ে দুপুরের দিকে ফরিদ মিয়ার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে জেলার সরাইল ও নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. হাবিবুল্লহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’