Print Date & Time : 14 September 2025 Sunday 8:59 am

ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ সভা হয়।

অনুষ্ঠানে ডিসি হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

এ সময় বক্তারা, মহান মুক্তিযুদ্ধকালীন নানা গৌরবময় ইতিহাস স্মৃতিচারণ করেন এবং যে কোনো অপশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জেলার বিভিন্ন উপজেলার থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশ নেন।