ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে মিলল খামার শ্রমিকের মরদেহ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে খামার শ্রমিক শাহ আলমের (৪০)। মহাসড়কের পাশে মিলল তার লাশ। পরিকল্পিত হত্যাকাণ্ডকে পথদুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার অপপ্রয়াস, নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে তা নিয়ে চলছে জল্পনা। গতকাল রোববার সদর উপজেলার সুলতানপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত শাহ আলম জেলা শহরের উত্তর পৈরতলা মহল্লার মৃত আসগর আলীর ছেলে। তিনি সুলতানপুর এলাকায় একটি মুরগির খামারের শ্রমিক ছিলেন।

স্থানীয় অধিবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পঞ্চবটি এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। সড়ক দুর্ঘটনাজনিত ঘটনার আশঙ্কায় পুলিশ কন্ট্রোল রুম থেকে বিষয়টি হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়। তার পরিপ্রেক্ষিতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা এটি শাহ আলমের লাশ বলে শনাক্ত করেন। পরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় জেলা সদর হাসপাতাল মর্গে।

নিহত শাহ আলমের স্ত্রী অভিযোগ করে জানান, ‘আমার স্বামী সদর উপজেলার পঞ্চবটি এলাকার একটি মুরগির খামারে চাকরি করতেন। কয়েক মাস ধরে তার বেতন-ভাতা বন্ধ। তা নিয়ে মালিকের সঙ্গে ঝামেলা চলছিল। বেতন-ভাতা চাওয়ায় শাহ আলমকে নির্যাতনও করা হয়েছে। আমার স্বামীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।’

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি কেএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মরদেহটি মহাসড়ক থেকে উদ্ধার করা হলেও এটি সড়ক দুর্ঘটনা নাকি অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’