ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে থ্রি-হুইলার বন্ধে অভিযান

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৩৩ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকা-সিলেট মহাসড়ক। দুর্ঘটনা রোধে গতকাল এ মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। এদিকে এ অভিযানের ফলে মহাসড়কের পাশে থাকা স্থানীয় চলাচলকারীদের বেড়েছে সীমাহীন ভোগান্তি।

গতকাল মঙ্গলবার আশুগঞ্জ থেকে বিজয়নগরের সাতবর্গ পর্যন্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান চালায় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।

অটোরিকশা, ইজিবাইক এবং ইঞ্জিনচালিত তিন চাকার যে কোনো যান মহাসড়কে ওঠলেই ব্যবস্থা নিচ্ছে। এসব আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে প্রতি গাড়িকে আড়াই হাজার টাকা জরিমানা করে মামলা দেয়া হয়।

হাইওয়ে পুলিশ জানায়, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলমের নেতৃত্বে হাইওয়ে থানা পুলিশ সদস্যরা ঢাকা সিলেট মহাসড়কে থ্রি-হুইলার অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকার যান মহাসড়কে ওঠলেই ব্যবস্থা নিচ্ছে। সড়ক দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা আটক করে।

এদিকে হাইওয়ে পুলিশের এ বিশেষ অভিযানের ফলে মহাসড়কের পাশে থাকা স্থানীয় চলাচলকারীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাদের অভিযোগ, অভিযানের কারণে নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছেন তারা। বিশেষ করে মহসড়কঘেঁষা বাসিন্দাদের চলাচলের থ্রি-হুইলার ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তাদের ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক শাহজালাল আলম বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকের নিয়মিত অভিযান পরিচালনা করছি। আটককৃত থ্রি-হুইলারের বিরুদ্ধে ডাম্পিং ও প্রসিকিউশন দাখিল করে জরিমানা করা হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।