Print Date & Time : 28 August 2025 Thursday 10:06 am

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে নিহত হয়েছেন প্রবাসফেরত যুবক আল আমিন। গত বুধবার (৪ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত আল আমিন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের পশ্চিম পাড়ার সুরুজ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঢাকায় নেয়ার পর এক প্রবাসীর মৃত্যুর খবর জানতে পেরেছি। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’