প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের সেচ দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের শিমরাইলকান্দি বিএডিসি সেচ কমপ্লেক্স ইউটি অফিস কাম ট্রেনিং সেন্টারে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বক্তব্য রাখেন বিএডিসি কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায় প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সেচের পানির পরিমিত ব্যবহার ও অপচয় রোধ এবং আধুনিক পদ্ধতিতে সেচনালায় পানি সরবরাহের মাধ্যমে সেচ দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করেন বিএডিসি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী রুবায়েত ফয়সাল আল মাসুম, উপ-সহকারী প্রকৌশলী মো. জিসান উদ্দিন ও মো. আল আমিন।

Print Date & Time : 10 September 2025 Wednesday 1:58 am
ব্রাহ্মণবাড়িয়ায় সেচ দক্ষতা বৃদ্ধিতে কৃষকদের প্রশিক্ষণ
কৃষি ♦ প্রকাশ: