প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ধাপে নির্বাচনের ভোটগ্রহণ আজ। এ নির্বাচন উপলক্ষে গতকাল রোববার দুই উপজেলার প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। মোট ১৩৩টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দুই উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটারসংখ্যা দুই লাখ ৮০ হাজার ৪৮৬। নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট এলাকা তিন স্তরের কঠোর নিরাপত্তার আওতায় এনেছে জেলা পুলিশ। প্রতিটি ইউনিয়নে একটি মোবাইল টিম, একটি স্ট্রাইকিং টিম ও তিনটি স্পেশাল মোবাইল টিম কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কসবা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ২৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সাতটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৪৪ হাজার ৫৫২ জন। মোট ভোটকেন্দ্র ৬৪টি, যার মধ্যে গুরুত্বপূর্ণ ৪১টি, সাধারণ ২৩টি। নির্বাচন চলাকালে সংশ্লিষ্ট এলাকায় সাতটি মোবাইল টিম, সাতটি স্ট্রাইকিং টিম, ২১টি স্পেশাল মোবাইল টিমসহ অন্যান্য ডিউটিতে সর্বমোট এক হাজার ১৫৯ পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে।
অপরদিকে জেলার নবীনগর উপজেলার সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৩ জন এবং সাধারণ সদস্য পদে ২২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৩৫ হাজার ৯৩৪ জন। মোট ভোট কেন্দ্র ৬৯টি, তার মধ্যে গুরুত্বপূর্ণ ৪৪টি এবং সাধারণ ২৫টি। সংশ্লিষ্ট এলাকায় সাতটি মোবাইল টিম, ২১টি স্পেশাল মোবাইল টিম, সাতটি স্ট্রাইকিং টিম এবং ছয়টি নৌ টহল মোতায়েন করা হয়েছে।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল কসবা থানা কম্পাউন্ডে এবং নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী প্যারেড।