Print Date & Time : 10 September 2025 Wednesday 9:55 pm

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৯০তম শাখা গতকাল উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল ও সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এসইভিপি মো. মাকসুদুর রহমান। কুমিল্লা জোনপ্রধান শহীদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সরাইল শাখাপ্রধান মো. দৌলত খান। বিজ্ঞপ্তি