দেশের প্রত্যন্ত অঞ্চলে শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ার কাছাইট বাজারে আল-আরফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৯৮তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে আউটলেটটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আলহাজ আবেদ আহাম্মদ খান এবং ব্রাহ্মণবাড়ীয়া শাখার ব্যবস্থাপক মো. মোস্তাক আহাম্মদ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছাইট বাজার আউটলেটের এজেন্ট অ্যাডভোকেট বাকির উদ্দিন ভুঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান কার্যালয়ের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এফএভিপি মো. সাখাওয়াত হোসেন। বিজ্ঞপ্তি
