Print Date & Time : 2 September 2025 Tuesday 2:40 pm

ব্রাহ্মণবাড়িয়ার ভাতিজার হাতে চাচা খুন

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশী ভাতিজার হাতে আবু বক্কর (৪৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) সকালে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়েনর খাড়েরা গ্রামের দেওয়ানপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে। আবু বক্কর ওই গ্রামের মৃত আলফাজ আলীর ছেলে।

জানা যায়, বসত বাড়ির সীমানা নিয়ে আবু বক্করের সাথে প্রতিবেশী রুক্কু মিয়ার ছেলে সবুজের বিরোধ চলে আসছিলো। সম্পর্কে তারা দু’জন চাচা-ভাতিজাও হন। সোমবার সকালে বৃষ্টির পানি সীমানায় পড়াকে কেন্দ্র করে তাদের মাঝে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্ক শেষে আবু বক্কর বাজারে দুধ আনতে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে আগের ওই বিরোধকে কেন্দ্র করে সবুজ মিয়া ও তার লোকজন আবু বক্করকে দা দিয়ে এলোপাথারি কুপাতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে এলে সবুজ ও তার লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে আবু বক্করের পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আড়াইশ’ শয্যাবিশিষ্ট ব্রা‏হ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার পরিদর্শক (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, ‘নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সবুজকে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।