Print Date & Time : 29 August 2025 Friday 11:00 am

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের রুবেল মিয়া ও জহির মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে জসিম উদ্দিন (৩০), দেলোয়ার হোসেন (৩০), মামুন মিয়া (৪০), জয়নাল আবেদীন (৩২), সাফিয়া বেগম (৬৫), সাহেদ মিয়া (১৬), সিরাজ মিয়া (৩৫) ও রুবেল মিয়া (৩৬) কে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, চাঁন্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার চাচার একটি জমি নিয়ে একই গ্রামের জহিরের সাথে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। এর জের ধরেই রুবেল ও জহিরের পক্ষের লোকজন বুধবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে ঘটনার খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আখাউড়া থানাধীন ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনায় কোনো পক্ষই অভিযোগ জানায়নি। অভিযোগ জানালে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।