Print Date & Time : 31 August 2025 Sunday 11:42 am

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-ট্রলির সংঘর্ষে দুইজন নিহত

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক-ট্রলির মুখোমুখী সংঘর্ষে মিজানুর রহমান ও মহিম উদ্দিন নামে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন ব্রাহ্মণবাড়িয়ার এবং অন্যজন চাঁদপুর জেলার। পুলিশ নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

বুধবার (২৭ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের শশই নামক স্থানে ঘটে এই ঘটনা। নিহতেরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্বমেড্ডা এলাকার মৃত সুজাত আলীর ছেলে মিজানুর রহমান (৬০) ও চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মহিম উদ্দিন (৩৯)।

খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সুখেন্দ্র বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বুধবার সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রলির মুখোমুখী সংঘর্ষে ওই দুইজন নিহত হন। কোনো অভিযোগ না থাকায় নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্থান্তর করা হয়েছে।’