Print Date & Time : 7 September 2025 Sunday 5:32 am

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ র‌্যালী

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় আনন্দ র‌্যালী ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। বুধবার (২০ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে গোকর্ণঘাট গ্রাম ঘুরে আবার বিদ্যালয় প্রাঙ্গনে এসে এক সমাবেশে মিলিত হন।

আনন্দ র‍্যালীশেষের সমাবেশে বক্তব্য রাখেন গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. ফেরদৌস মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু পরিমল ভৌমিক, বিদ্যালয়ের দাতা সদস্য মো. ফরিদ মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন অভিবাবক সদস্য মো. শামীম আহমেদ, সৈয়দ মিয়া, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বাবু সুমন চক্রবর্তী, শিক্ষক জয়নাল আবেদীন, নাদিরা তাবাসসুম প্রমুখসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামের স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র. আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর প্রতি গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয় ও গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। প্রসঙ্গত, বিগত ২০১০ সালে স্থাপিত ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ে বর্তমানে সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ণরত।