শেয়ার বিজ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাচারকালে ট্রাকভর্তি সাড়ে ১২ টন চাল জব্দ করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ট্রাকের চালক আবদুর রহিম ও চালকের সহকারী মো. জামাল। তারা গোয়েন্দা কর্মকর্তাদের কাছে এগুলো সরকারি চাল বলে স্বীকার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ। তারা জানান, বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারের দুলাল মিয়ার দোকান থেকে চালগুলো ট্রাকে ওঠানো হয়েছে। তবে চালগুলো সরকারি কি না, এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। উপজেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করবেন।
ওসি মো. নবীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে চালভর্তি একটি ট্রাক জব্দ এবং দুজনকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে চালগুলো খোলাবাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দকৃত সরকারি চাল। চালগুলো বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি বলেন, যাচাই-বাছাই শেষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।