Print Date & Time : 30 August 2025 Saturday 12:50 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাধীন রামপুর নামক স্থানে ঘটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), দুদু মিয়া (৬২), ফরিদ মিয়া (৪২) ও খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।

প্রতক্ষ্যদর্শীরা জানান, আজ সকাল পৌনে ৭টার দিকে বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটমুখী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মোর্শেদা বেগম ও দুদু মিয়া মারা যান। এ দুর্ঘটনায় আহত হন আরও তিন যাত্রী। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে হোসনে আরা খাতুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ফরিদ মিয়াকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মো. ফরিদ মিয়া, দুদু মিয়া ও মুর্শেদা বেগম একসাথে মাটি কাটতে সিএনজিযোগে সরাইল উপজেলার শাহবাজপুরে যাচ্ছিলেন। আর স্বাস্থ্যকর্মী হোসনে আরা খাতুন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সিএনজি দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোড গিয়ে সেখান থেকে বাসে করে তার ঢাকায় যাবার কথা ছিলো।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।