Print Date & Time : 28 August 2025 Thursday 9:45 pm

ব্রিকসের বারান্দায় আছি ভেতরে ঢুকতে বাকি: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্রিকস সম্মেলনে যোগদান করায় একনেক সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে আমরা যোগদান করেছি। এর ফলে আমরা ব্রিকসের সদস্য পদ পেতে আরও একধাপ এগিয়ে গেছি অর্থাৎ ব্রিকসের বারান্দায় আছি ভেতরে ঢুকতে বাকি। মন্ত্রী বলেন, এসব বিষয় নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়েছি।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সর্বজনীন পেনশনের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে আজ একনেকের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। কেননা এটা একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হওয়ায় এ ধরনের কাজ সাহসী পদক্ষেপ।’

তিনি বলেন, ‘দেশের সামষ্টিক অর্থনীতি অনেক টেকসই। কেননা এক লাফে উন্নতিও হয় না, আবার এক লাফে নেমেও যায় না। এটাই আমাদের অর্ন্তনিহিত শক্তি।’

অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৪ হাজার ৭৭ কোটি টাকা বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।