Print Date & Time : 6 August 2025 Wednesday 5:09 pm

ব্রিজ ভাঙার তিন দিন পর চিত্রা নদীতে সাঁকো

 

 

শেয়ার বিজ ডেস্ক: মাগুরা-যশোর সড়কের সীমাখালী এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পড়ার তিন দিন পর চিত্রা নদীতে বাঁশের সাঁকো নির্মাণ করলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকালে সাঁকো চলাচলের জন্য খুলে দেওয়া হয়। খবর রাইজিংবিডি।

১৩ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ৩০ টন ওজনের পাথরবোঝাই দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান বেইলি ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে যায়। পরে পথচারীদের পারাপারের জন্য নদীর ওপর বাঁশের সাঁকো তৈরির উদ্যোগ নেয় সওজ।

মাগুরা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার জানান, ভেঙে পড়া সেতুর পাশ দিয়ে বিকল্প সড়ক তৈরির কাজ দ্রুত শুরু হবে।

ব্রিজের ওপর থেকে পাথর বোঝাই দুটি ট্রাক এখনও

সরানো হয়নি। সেখানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে সওজের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ভেঙে পড়ার তিন দিন পর গতকাল ব্রিজ পরিদর্শনে আসে। তারা দ্রুত বিকল্প সড়ক নির্মাণ করা হবে বলে জানান।