প্রথম প্রান্তিক

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও লিন্ডে বাংলাদেশের ইপিএস কমেছে

নিজস্ব প্রতিবেদক : চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৫) শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় তথা ইপিএস কমেছে ১ টাকা ৭৬ পয়সা। এদিকে ২০২৫ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৭ টাকা ৭৭ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে ছিল ১০৬ টাকা ৮৮ পয়সা। আর এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ১৭ টাকা ৬২ পয়সা (ঘাটতি), যা আগের বছর একই সময় ১০ টাকা ৪৯ পয়সা (ঘাটতি) ছিল।

৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বমোট ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ টাকা ৪২ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৮৮ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩২ টাকা ০৭ পয়সা। এর আগে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ১১ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৯ টাকা ৩৩ পয়সা। এছাড়া আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৮ টাকা ৯০ পয়সা।

লিন্ডে বাংলাদেশ লিমিটেড: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬ টাকা ৩৯ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় তথা ইপিএস কমেছে ১ টাকা ১০ পয়সা। এদিকে ২০২৫ সালের ৩১ মার্চে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৪ টাকা ৬৩ পয়সা, যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে ছিল ২২৯ টাকা ৩৪ পয়সা। আর এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সা, যা আগের বছর একই সময় ৩ টাকা ২২ পয়সা ছিল।

কোম্পানিটি ২০২৪ হিসাববছরের জন্য চূড়ান্তভাবে ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। এর আগে ০১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে অন্তর্বর্তীকালীন চার হাজার ১০০ শতাংশ বা শেয়ারপ্রতি ৪১০ টাকা হারে নগদ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ ২০২৪ সালের জন্য কোম্পানি সর্বমোট ৪৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে। ঘোষিত এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার আয়োজন করবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল গত ৯ এপ্রিল। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২১ টাকা ৯৪ পয়সা এবং ২০২৪ সালের ৩১ ডিসেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছিল ২২৯ টাকা ৩৪ পয়সা এবং আলোচিত এই সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছিল ২৪ টাকা ২০ পয়সা। এর আগে ২০২৩ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ হাজার ৫৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। আলোচ্য হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৫ টাকা ২ পয়সা। আগের বছরে যা ছিল ৫৮ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩৭১ টাকা ২৭ পয়সা।