Print Date & Time : 11 September 2025 Thursday 11:13 pm

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

শেয়ার বিজ ডেস্ক: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন পদত্যাগ করেছেন। দলের পার্লামেন্ট সদস্যদের (সংসদ সদস্য) গালাগালি ও হুমকি-ধমকি দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ কারণে পদত্যাগ করলেন তিনি। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পূর্ণ সমর্থন দিয়ে যাবেন তিনি। খবর: বিবিসি।

গ্যাভিন উইলিয়ামসনের বিরুদ্ধে অভিযোগ, গত মাসে তিনি তার দলের এক সংসদ সদস্যকে গালাগাল করে মেসেজ পাঠিয়েছেন এবং জ্যেষ্ঠ এক আইনপ্রণেতাকে বুলিং (উত্ত্যক্ত) করেছেন।

পদত্যাগপত্রে উইলিয়ামসন লিখেছেন, তিনি ‘অত্যন্ত মনোবেদনা’ নিয়ে সরকারের মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

পদত্যাগপত্রে উইলিয়ামসন লিখেছেন, এক সহকর্মীকে বার্তা পাঠানোর ঘটনায় যে অভিযোগ প্রক্রিয়া চলমান, তিনি তার সঙ্গে সংগতি রেখে চলবেন। ওই সব বার্তা যাকে পাঠানো হয়েছিল, তার কাছ থেকে ক্ষমা চেয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

গ্যাভিন অভিযোগ করেছিলেন, যেসব সংসদ সদস্য সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে সমর্থন করতেন না, তাদের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেয়ার টিকিট দেয়া হয়নি।

গ্যাভিন আরও বলেন, তিনিসহ ট্রাসকে যারা কম সমর্থন করতেন, এমন সংসদ সদস্যদের শাস্তি দিতে বরাদ্দকৃত টিকিট নিয়ে জালিয়াতি করেছিলেন মর্টন। বার্তায় তিনি মর্টনকে সতর্ক করে বলেছিলেন, সবকিছুর জন্যই মূল্য চুকাতে হবে।

পরে এক টুইটার বার্তায় তিনি লেখেন, সরকারের কাছ থেকে চাকরিচ্যুতি বাবদ তিনি পাওনা অর্থ নেবেন না। এগুলো বিভিন্ন সরকারি সেবার কাজে ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, তিনি অত্যন্ত মনোবেদনা নিয়ে গাভিন উইলিয়ামসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ব্যক্তিগত সমর্থন ও আনুগত্য প্রকাশের জন্য সাবেক এ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

গত সোমবার জ্যেষ্ঠ এক সংসদ সদস্য ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, গ্যাভিন উইলিয়ামসন তাদের গালাগাল ও হুমকি-ধমকি দিয়েছেন। পরদিন গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের সাবেক ডেপুটি চিফ হুইপ ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল ফোর নিউজকে বলেন, গ্যাভিন উইলিয়ামসনের আচরণ হুমকি ও ভীতি প্রদর্শনমূলক।

এ নিয়ে তৃতীয়বারের মতো গ্যাভিন উইলিয়ামসনকে ব্রিটিশ সরকারের মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হলো।