Print Date & Time : 13 August 2025 Wednesday 9:25 am

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সম্পদ কমেছে

শেয়ার বিজ ডেস্ক:যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পারিবারিক সম্পদের পরিমাণ গত বছর ২০ কোটি পাউন্ডের বেশি কমেছে। তাকে ব্রিটেনের এযাবৎকালের মধ্যে সবচেয়ে ধনী প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করা হয়। খবর: দ?্য গার্ডিয়ান।

সানডে টাইমসের তৈরি সবশেষ রিচ লিস্ট বা ধনীদের তালিকার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান আরও জানিয়েছে, ঋষি সুনাক একসময় হেজ ফান্ড ম্যানেজার হিসেবে কাজ করতেন। তার স্ত্রী অক্ষতা মূর্তি ভারতীয় ধনী এক ব্যবসায়ীর মেয়ে। এই দম্পতির সম্পদের পরিমাণ বর্তমানে ৫২ কোটি ৯০ লাখ পাউন্ড বলে সানডে টাইমসের রিচ লিস্টে দেখানো হয়েছে। তবে ২০২২ সালে তাদের সম্পদের আর্থিক মূল্য ছিল ৭৩ কোটি পাউন্ড।

অক্ষতা মূর্তি সফটওয়্যার কোম্পানি ইনফোসিসের খুব অল্প পরিমাণ শেয়ারের মালিক। ভারতীয় এই কোম্পানির আর্থিক মূল্য পাঁচ হাজার ২০০ কোটি পাউন্ড বা ছয় হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। এর প্রতিষ্ঠাতাদের একজন অক্ষতা মূর্তির কোটিপতি পিতা নারায়াণা মূর্তি। ওই কোম্পানিতে থাকা শেয়ারের দাম কমে যাওয়ায় অক্ষতা মূর্তির সম্পদের পরিমাণ কমেছে। ফলে কমেছে ঋষি সুনাক দম্পতির সম্পদ।

ইনফোসিসে অক্ষতা মূর্তির শেয়ারের পরিমাণ এক শতাংশের একটু কম। গত বছর কোম্পানির শেয়ারের দাম প্রায় এক-পঞ্চমাংশ কমে যায়। ভারতীয় প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ থাকার কারণে ইনফোসিসের শেয়ারের মূল্য পড়ে যায়।

সানডে টাইমস ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ধনী ব্রিটিশদের তালিকা তৈরি করে। তবে সুনাক দম্পতির নাম প্রথম ওই তালিকায় ওঠে গত বছর। সে সময় তিনি বরিস জনসন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনিই ছিলেন এই তালিকায় নাম ওঠানো শীর্ষ পর্যায়ের প্রথম ব্রিটিশ রাজনীতিবিদ।

তার রাজনৈতিক দল টোরি পার্টির নেতৃত্ব নিয়ে গত বছরের আগস্টে যখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল, তখন ঋষি সুনাককে জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু তিনি রানির চেয়েও ধনী, তাই ব্রিটেনের চলমান জীবনযাত্রার ব্যয়-সম্পর্কিত সংকটে থাকা সাধারণ মানুষের বিষয়টি তিনি কতটা বোঝেন? উত্তরে তিনি বলেন, মানুষের উচিত হবে না তার সম্পদের বিষয়টিকে অন্যভাবে দেখা।