শেয়ার বিজ ডেস্ক: ব্রেক্সিট নিয়ে অচলাবস্থা নিরসনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রস্তাবিত আগাম নির্বাচনের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন দেশটির আইণপ্রণেতারা। গতকাল মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে প্রস্তাবটি পাস হয়। এতে প্রস্তাবের পক্ষে ভোট দেন ৪৩৮ জন, আর বিপক্ষে ভোট দেন মাত্র ২০ জন আইনপ্রণেতা।
এর মধ্য দিয়ে ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন আয়োজনের পথ খুলে গেল। ১৯২৩ সালের পর ডিসেম্বরে এটিই হবে প্রথম নির্বাচন। দীর্ঘ টানাপোড়েন আর অনিশ্চয়তার পর সম্প্রতি ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইইউ-জনসন সমঝোতা হলেও ব্রিটিশ পার্লামেন্টে তা অনুমোদন পায়নি।
পার্লামেন্ট প্রস্তাবিত খসড়া নিয়ে আলোচনার পক্ষে অবস্থান নিলেও জনসনের পক্ষ থেকে আলোচনা তিন দিনের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেওয়ার যে প্রস্তাব তোলা হয়,তা পার্লামেন্টের ভোটাভুটিতে নাকচ হয়ে যায়। সোমবার ইইউ-এর পক্ষ থেকে ব্রেক্সিট কার্যকরের পূর্বনির্ধারিত সূচি ৩১ অক্টোবর থেকে ৩ মাস বাড়িয়ে ২০২০ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়।