Print Date & Time : 7 July 2025 Monday 10:50 am

ব্রিটেনে মোবাইল সেবা ব্যবসায় নামছে স্কাই

শেয়ার বিজ্ ডেস্ক: ব্রিটেনে এবার মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নামতে যাচ্ছে দেশটির ব্রডকাস্টিং প্রতিষ্ঠান ‘স্কাই’।

ব্রডব্যান্ড, টেলিভিশন, টেলিফোনের পাশাপাশি এবার মোবাইল ফোনেও সেবা দেবে স্কাই।

বর্তমানে স্কাই টিভির যেসব গ্রাহক রয়েছেন তাদের ফোন কল বা টেক্সট পাঠাতে বাড়তি মূল্য দিতে হবে না। এ ছাড়া এ ডেটা দিয়ে মোবাইল ফোনে প্রিয় অনুষ্ঠান এবং গানও শুনতে পারবেন গ্রাহকরা।

ইতোমধ্যেই এ সেবার জন্য ৪৬ হাজার গ্রাহক ফ্রি-রেজিস্ট্রেশন করেছে বলে জানিয়েছে স্কাই। যুক্তরাজ্যের গ্রাহকেরা মোবাইল ফোন ব্যবহারের জন্য কিনেন তার মধ্যে অর্ধেকই ব্যবহার করেন না বলে জানানো হয়েছে। এর ফলে বছরে ২০০ কোটি পাউন্ড মূল্যের ডেটা অপচয় হয়। এ জন্য গ্রাহকদের এসব অব্যবহƒত ডেটা তিন বছর পর্যন্ত ব্যবহার করার সুযোগ দেবে। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে স্কাইয়ের প্রধান নির্বাহী স্টিফেন ভ্যান রুয়েন বলেন, আমরা অনুভব করেছি এটি মোবাইল বাজারকে পরিবর্তন এবং গ্রাহকদের তাদের মোবাইল পরিকল্পনা পরিচালনা করার নতুন উপায় দেওয়ার সময়।

তিনি বলেন, এটি এমনভাবে নকশা করা হয়েছে, যা গ্রাহকরা চায়, এটি সহজ, স্বচ্ছ এবং এটি গ্রাহককে নিয়ন্ত্রণে রাখে। প্রাথমিকভাবে তিন ধরনের ডেটা প্ল্যান অফার দেবে এ স্কাই।