ব্রিসবেনেও নেই নাদাল

ক্রীড়া ডেস্ক:হাঁটুর চোট অনেক দিন ধরেই ভোগাচ্ছে রাফায়েল নাদালকে। তাই তো আগামী বছর ব্রিসবেন ইন্টারন্যাশনালেও দেখা যাবে না তাকে। এরই মধ্যে এক টুইট বার্তায় ব্যাপারটি নিজেই নিশ্চিত করেছেন বর্তমান টেনিস র‌্যাংকিংয়ের এক নম্বর এ স্প্যানিশ তারকা। কিন্তু তিনি আশা করেন বছরের প্রথম গ্র্যান্ড সøাম অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামবেন। এর আগে দুবাই ওপেন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।

ব্রিসবেনে খেলতে না পারায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশও করেছেন নাদাল। টুইটারে এ নিয়ে তিনি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এ বছর আমি ব্রিসবেনে আসছি না। আমার খেলার ইচ্ছা ছিল। কিন্তু লম্বা মৌসুম শেষে আমি এখন প্রস্তুত নই। আর আমার প্রস্তুতিও শুরু

হয়েছে দেরিতে।’

অন্য একটি টুইটে অজি ভক্তদের উদ্দেশে নাদাল বলেছেন, ‘আগামী ৪ জানুয়ারি আমি মেলবোর্নে আসব। প্রস্তুতি শুরু করব অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামতে।’

চলতি বছরটা দারুণ কেটেছে নাদালের। ফ্রেঞ্চ ও ইউএস ওপেনের শিরোপা ঘরে তোলেন তিনি। দুটি মাস্টার্স টাইটেল মন্টে কার্লো ও মাদ্রিদ ওপেনের শিরোপাও নিজের করে নেন এ স্প্যানিশ তারকা। তাছাড়া র‌্যাংকিংয়ের হারানো শীর্ষস্থানটিও এবার চতুর্থবারের মতো ফিরে পেয়েছেন।

২০১৮ সালের ১৫ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে ব্রিসবেনে অনুষ্ঠিত হবে ব্রিসবেন ইন্টারন্যাশনাল।