ব্রেক্সিট ইস্যুতে ছায়া মন্ত্রিসভা ছাড়লেন টিউলিপ

শেয়ার বিজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট ইস্যুতে দেশটির বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা (শ্যাডো কেবিনেট) থেকে পদত্যাগ করেছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। পার্লামেন্টে সরকারের ব্রেক্সিট বিলের পক্ষে ভোট দিতে বলায় পদত্যাগ করেছেন তিনি। ব্রেক্সিট বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর জন্য ওই বিলটি আনা হয়। খবর বিবিসি।

২০১৫ সালে প্রথমবারের মতো ব্রিটেনের এমপি নির্বাচিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ

হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ। এরপর শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রণালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার দায়িত্ব পান লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এ এমপি। শুরু থেকেই ব্রেক্সিটের বিপক্ষে ছিলেন তিনি।

পদত্যাগপত্রে টিউলিপ বলেন, ব্রেক্সিট বিলের পক্ষে ভোট দেওয়া হবে বিবেকবহির্ভূত কাজ। গণভোটে আমার নির্বাচনী এলাকার ৭৫ শতাংশ মানুষ ব্রেক্সিটের বিপক্ষে রায় দিয়েছিল। এ বিলের পক্ষে ভোট দিলে নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হবে।

ইইউ থেকে ব্রিটেনের সদস্যপদ প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর অনুমোদন চেয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে বিল উত্থাপন করে ব্রিটিশ সরকার। এদিন সকালেই বিলটিকে সমর্থন দেবেন বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানান লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তখনই পদত্যাগের সিদ্ধান্ত নেন টিউলিপ।