ব্রোকারেজের ব্যাকঅফিস সফটওয়্যার ব্যবহার পর্যবেক্ষণে তথ্য চেয়ে চিঠি

আতাউর রহমান: দেশের পুঁজিবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ট্রেকহোল্ডার কোম্পানি বা ব্রোকারেজ হাউসের ব্যাকঅফিস সফটওয়্যার ব্যবহার ও পর্যবেক্ষণ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তাই এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাকঅফিস সফটওয়্যার ব্যবহার-সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে ইনডেক্স ম্যানেজমেন্ট, ডেটা সার্ভিসেস নিয়ে প্রকাশনা বিভাগের মাসিক পর্যালোচনা অর্ধ-বার্ষিকীর বিশেষ সংস্করণ জুনের কপি কেনার তথ্য জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে জানিয়ে কোম্পানিগুলোর কাছে একটি চিঠি পাঠিয়েছে ডিএসই।

সব ব্রোকারেজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (অ্যাডমিনিস্ট্রেশন অব ট্রেডিং রাইট এনটাইটেলম সার্টিফিকেট) রুলস, ২০২০-এর প্রবিধান ৮(৭) অবহিত করে ব্যাকঅফিস সফটওয়্যারের তথ্য জমা দেয়ার চিঠিতে ডিএসই জানিয়েছে, ডিএসই সব ট্রেকহোল্ডার কোম্পানিকে ৩০ জুন পর্যন্ত ব্যাকঅফিস সফটওয়্যার ব্যবহার-সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে নির্দেশ দিয়েছে। এই বিষয়ে ব্রোকারেজ হাউসকে আজ মঙ্গলবারের মধ্যে গুগল ফর্ম পূরণ করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্মটি পূরণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে ডিএসই মাসিক পর্যালোচনা অর্ধ-বার্ষিকীর বিশেষ সংস্করণ কেনার বিষয়ে জানিয়েছে, ইনডেক্স ম্যানেজমেন্ট, ডেটা সার্ভিসেস নিয়ে ডিএসইর প্রকাশনা বিভাগ মাসিক পর্যালোচনা অর্ধ-বার্ষিকীর বিশেষ সংস্করণ জুন ইস্যু প্রকাশ করতে যাচ্ছে। ইস্যুতে পুঁজিবাজারের অর্ধ-বার্ষিক তথ্য পর্যালোচনা করা হবে। যদি ব্রোকারেজ হাউসের অর্ধ-বার্ষিক বিশেষ সংস্করণের অতিরিক্ত কপি কেনার ইচ্ছা থাকে, তবে চিঠিতে উল্লেখিত নিয়ম বা ফরম্যাটে তথ্য জমা দিতে বলা হয়েছে।

এর আগে পুঁজিবাজারে গত কয়েক বছরে কয়েকটি ব্রোকরেজ হাউস বন্ধ হয়ে যাওয়া এবং গ্রাহকদের অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। সেই সঙ্গে অনেক বোকারেজ

 হাউসকে ডুপ্লিকেট ব্যাকঅফিস সফটওয়্যার ব্যবহার করতে দেখা যায়, যার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা নয়-ছয় করে আত্মসাৎ করে থাকে বলে জানা যায়। এ ঘটনার পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) সব ব্রোকারেজ হাউস পরিদর্শন ও তদন্তের নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় প্রতি প্রান্তিকে সমন্বিত গ্রাহক হিসাবের (সিসিএ) তথ্য সব ব্রোকারেজ হাউসের কাছ থেকে নেয় স্টক এক্সচেঞ্জ। সেই সঙ্গে বোকারেজ হাউসগুলোর ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার পর্যবেক্ষণ শুরু করে স্টক এক্সচেঞ্জ।