Print Date & Time : 28 August 2025 Thursday 5:51 pm

ব্রোকার হাউজগুলোকে বাজারে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান ডিবিএর

ব্রোকারেজ হাউজগুলোকে বাজার এবং বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং সুস্থ বিনিয়োগ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিবিএ) ।

গতকাল বুধবার (২৩ এপ্রিল) ডিবিএ সচিব দিদারুল গনির স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আবেদন জানানো হয়েছে।

এদিকে, শেয়ারবাজারে অব্যাহত মন্দার প্রতিবাদে, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন বুধবার বিকেলে একটি মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে। এই কর্মসূচিকে সমর্থন করার জন্য বিনিয়োগকারীরা ব্রোকারেজ হাউসের কর্মকর্তা ও কর্মীদের অংশগ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

এর প্রেক্ষিতে ডিবিএ ব্রোকারেজ হাউজগুলোর ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারপারসনদের উদ্দেশ্যে একটি সতর্কতামূলক বার্তা জারি করেছে।

ডিবিএ-এর বিবৃতিতে বলা হয়েছে, ডিবিএ পরিচালনা পর্ষদের নির্দেশ অনুসারে আমরা সকল সম্মানিত সদস্যদের প্রতি শ্রদ্ধার সাথে অনুরোধ করছি, তারা বাজারের শৃঙ্খলা বা বিনিয়োগ পরিবেশকে ব্যাহত করতে পারে এমন যেকোনো কার্যকলাপ থেকে বিরত থাকবেন।

ডিবিএ বলেছে, “আমরা সকলকে শেয়ারবাজার এবং এর বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ স্তরের পেশাদারিত্বের সাথে কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করছি।”