ব্র্যাক আইটির শেয়ার ছেড়ে দেবে ব্র্যাক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের শেয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ফলে ব্র্যাক আইটি সার্ভিসেস আর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান থাকবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্র্যাক আইটি সার্ভিসের এক হাজার ৩৪টি শেয়ার রয়েছে, যার সবকটিই ছেড়ে দেবে ব্র্যাক ব্যাংক।

গতকাল কোম্পানিটির দুই কোটি ৮৭ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে তিন লাখ ৪০ হাজার ৯৪২টি শেয়ার মোট ৩৪৩ বার হাতবদল হয়। শেয়ারদর দশমিক ৭১ শতাংশ বা ৬০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৮৪ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৮৪ টাকা ৬০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৮৩ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৮৫ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৫৮ টাকা ৩০ পয়সা থেকে ৯৭ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ৪৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩১ টাকা ৩৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে তিন টাকা ২৮ পয়সা ও ২৮ টাকা ৪৭ পয়সা।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এক হাজার  ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮৫৫ কোটি ২১ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৮৫৫ কোটি ২৬ লাখ টাকা।