Print Date & Time : 11 September 2025 Thursday 4:24 pm

ব্র্যাক ব্যাংকের বেস্ট ফাইন্যান্সিয়াল ফর উইমেন এন্ট্রাপ্রেনার অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংক টালি লোন ‘দ্রুতি’র জন্য এসএমই ফাইন্যান্স ফোরাম থেকে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে ‘প্রোডাক্ট ইনোভেশন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। গ্লোবাল এসএমই ফাইন্যান্স ফোরাম অ্যাওয়ার্ড ২০২৩-এ মযার্দাপূর্ণ পুরস্কার লাভ করে ব্র্যাক ব্যাংক। ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সুবিধা প্রদানের জন্য ‘দ্রুতি’ লোন চালুর স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়েছে। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ডিএমডি সৈয়দ আব্দুল মোমেন ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এসএমই ফাইন্যান্স ফোরামের সিইও ম্যাথিউ গ্যামসারের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব স্মল বিজনেস (সাউথ) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি