Print Date & Time : 9 September 2025 Tuesday 2:28 am

ব্র্যাক ব্যাংকে কর্মকর্তাদের জন্য যোগব্যায়াম ক্লাস শুরু

কোম্পানিজুড়ে সুস্থতার সংস্কৃতি ছড়িয়ে দিতে কর্মকর্তাদের জন্য যোগব্যায়াম ক্লাস চালু করেছে ব্র্যাক ব্যাংক। কর্মকর্তাদের মাঝে মনোদৈহিক সুস্থতার মানসিকতাকে উৎসাহ দিতে ব্র্যাক ব্যাংক এ উদ্যোগ গ্রহণ করেছে। ৮৯ বছর বয়সী অভিজ্ঞ ইউগী শামীম মাহবুব এই ক্লাস পরিচালনা করবেন, যার আছে ৪৬ বছর ধরে যোগ ব্যায়াম অনুশীলনের জ্ঞান ও অভিজ্ঞতা। তিনি প্রতি সপ্তাহে তিনটি ক্লাস পরিচালনা করবেন, যা ব্র্যাক ব্যাংকের সব সহকর্মীর জন্য উš§ুক্ত। বিজ্ঞপ্তি