Print Date & Time : 4 September 2025 Thursday 11:44 pm

ব্র্যাক ব্যাংক চালু করল দেশের প্রথম সাইবার ফিউশন সেন্টার

কঠোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রথম সাইবার ফিউশন সেন্টার (সিএফসি) প্রতিষ্ঠা করেছে। আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত সেন্টারটিকে ব্যাংকের যে কোনো ধরনের সাইবার নিরাপত্তা হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য সক্ষম করে তৈরি করা হয়েছে। এ উদ্যোগটি গ্রাহকদের তথ্য ও স্বার্থ রক্ষায় ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের সাক্ষ্য বহন করে।

ব্র্যাক ব্যাংক এখন ২৪/৭ সাইবার সতর্কতা নিশ্চিত করতে পারছে এবং ব্যাংকের সিস্টেম ও আইটি অবকাঠামোকে প্রতারকদের কাছে দুর্ভেদ্য করে তুলতে পেরেছে। এ সার্বক্ষণিক সতর্কতা ব্র্যাক ব্যাংককে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করে, যেখানে গ্রাহকের তথ্য নিরাপদ ও সুরক্ষিত থাকে এবং ডেটা চুরি ও ক্ষতির কোনো ঝুঁকি থাকে না।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন সেন্টারটি সম্পর্কে বলেন, ‘গ্রাহকের তথ্য নিরাপদ রাখা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। গ্রাহকদের কাছে এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে, তাদের সম্পদ নিরাপদ হেফাজতে আছে। এটি গ্রাহকদের আমাদের সঙ্গে নিশ্চিন্তে ব্যাংকিং করার আস্থা দেবে, বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার ক্ষেত্রে, যা সাম্প্রতিক সময়ে দ্রæত প্রসারিত হচ্ছে। আমরা প্রতিশ্রæতি দিচ্ছি, প্রতারকদের দূরে রাখতে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম দিয়ে সেন্টারটিকে আপগ্রেড করা অব্যাহত থাকবে।’ বিজ্ঞপ্তি