Print Date & Time : 28 August 2025 Thursday 11:01 pm

ব্লক মার্কেটে বড় লেনদেন ওরিয়ন ইনফিউশনের

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বুধবার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২২ কোটি ০৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, সোস্যাল ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, গ্রামীনফোন এবং ডিবিএইচ ফাইন্যান্স । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন। এদিন কোম্পানিটির ৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- গ্রামীনফোন ১ কোটি ৬২ লাখ এবং ডিবিএইচ ফাইন্যান্স ১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।