ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক একচেঞ্জে গত সপ্তাহে ব্লক মার্কেটে ৩৬ প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে শীর্ষে ছিল ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইসলামী ব্যাংকের মোট ১২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আট কোটি ৩৮ লাখ টাকার এবং তৃতীয় স্থানে সাত কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয় গ্রামীণফোনের।
এছাড়া ব্যাংক এশিয়ার তিন কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১১ লাখ টাকার, জেনেক্সের ২৭ লাখ ৭০ হাজার টাকার, আইডিএলসির ৬২ লাখ টাকার, যমুনা ব্যাংকের পাঁচ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকার, প্রাইম ফাইন্যান্সের ১০ লাখ ৬০ হাজার টাকার, রেকিট বেনকিজারের ১৭ লাখ টাকার, রূপালী ব্যাংকের ৩১ লাখ ৩০ হাজার টাকার, এমএল ডায়িংয়ের দুই কোটি তিন লাখ টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ২০ লাখ ৮০ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১০ লাখ টাকার, ফাইন ফুডসের পাঁচ লাখ টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ১৫ লাখ টাকার, ওইম্যাক্সের ৩৮ লাখ ৩০ হাজার টাকার, প্রাইম ব্যাংকের দুই কোটি ১৩ লাখ টাকার, সায়হাম টেক্সটাইলের ৯২ লাখ টাকার, ডরিন পাওয়ারের এক কোটি ৭৪ লাখ টাকার, এসিআই লিমিটেডের পাঁচ ৯০ হাজার টাকার, ইনটেকের পাঁচ লাখ টাকার, জেএমআই সিরিঞ্জের ছয় লাখ টাকার, ড্যাফোডিল কম্পিউটারের ৮৮ লাখ ৪০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫৪ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন কেব্লসের দুই কোটি ৯ লাখ ৩০ হাজার টাকার, এ্যাসকোয়ার নিটের ১৬ লাখ টাকার, ফরচুন শুজের পাঁচ লাখ ২০ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকসের ছয় লাখ টাকার, সিম টেক্সটাইলের ৫৪ লাখ টাকার, তাকাফুল ইন্স্যুরেন্সের এক কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার, বিবিএস কেব্লসের এক কোটি ২৫ লাখ টাকার, ইস্টার্ন ব্যাংকের ছয় লাখ ৫০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের দুই কোটি ৬৯ লাখ টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪৩ লাখ ৫০ হাজার টাকার, এসএস স্টিলের সাত লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।