ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এসব কোম্পানির মোট ৩৮ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহজুড়ে ২৭ কোম্পানির মোট ৩৩ লাখ ৫৬ হাজার ১৪৮টি শেয়ার লেনদেন হয়, যার বাজারদর ৩৮ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানিটির মোট ছয় কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ কোটি ৭১ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের এবং তৃতীয় সর্বোচ্চ পাঁচ কোটি এক লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির।
এছাড়া ব্যাংক এশিয়ার ৫৪ লাখ ২০ হাজার টাকার, বিবিএস কেব্লসের ৪৯ লাখ ৩০ হাজার টাকার, গ্রামীণফোনের তিন কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার, খুলনা পাওয়ারের এক কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪৪ লাখ ৭০ হাজার টাকার, ইফাদ অটোসের ১৯ লাখ ৫০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ৬৬ লাখ ৬০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের দুই কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৯০ হাজার টাকার, এমজেএল বিডির ১৫ লাখ ৯০ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পাঁচ লাখ টাকার, পেনিনসুলার ছয় লাখ ২০ হাজার টাকার, বিডিকমের ৩৮ লাখ ২০ হাজার টাকার, রেনেটার দুই কোটি ২০ লাখ ১০ হাজার টাকার, আইটি কনসালটেন্টের ১০ লাখ ৪০ হাজার টাকার, মেরিকোর এক কোটি ১৫ লাখ টাকার, কনফিডেন্স সিমেন্টের দুই কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার, অ্যাকটিভ ফাইনের ২৬ লাখ ১০ হাজার টাকার, উত্তরা ফাইন্যান্সের ২৬ লাখ টাকার, আইপিডিসির ৪৪ লাখ ৩০ হাজার টাকার, যমুনা অয়েলের ৩৯ লাখ ২০ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৬৯ লাখ ৮০ হাজার টাকার, বারাকা পাওয়ারের দুই কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার এবং ড্রাগন সোয়েটারের পাঁচ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।