ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক লিমিটেড

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ব্লক মার্কেটে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক লিমিটেড। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্র্যাক ব্যাংকের মোট ৭৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্কয়ার ফার্মার মোট ছয় কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং তৃতীয় সর্বোচ্চ দুই কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের। এছাড়া, পিপলস ইন্স্যুরেন্সের ১৬ লাখ টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের এক কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার, নূরানী ডাইংয়ের পাঁচ লাখ টাকার, এসকে ট্রিমসের সাত লাখ ৯০ হাজার টাকার, সিমটেক্সের ১২ লাখ টাকার, সিনোবাংলার এক কোটি ৩০ হাজার টাকার, বঙ্গজের ১৫ লাখ টাকার, বারাকা পাওয়ারের ৪০ লাখ ৩০ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের সাত লাখ ৬০ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১৩ লাখ টাকার, সোনারগাঁ টেক্সটাইলের ছয় লাখ ৮০ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের দুই কোটি ৯ লাখ টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের পাঁচ লাখ ২০ হাজার টাকার, ঢাকা ইন্স্যুরেন্সের ১১ লাখ টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের সাত লাখ টাকার, ফরচুন শুজের দুই কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার, সুহৃদের ৩৪ লাখ টাকার, ম্যারিকোর ৪৪ লাখ ২০ হাজার টাকার, গ্রামীণফোনের ১৭ লাখ টাকার, ইবনে সিনা ফার্মার ৫৮ লাখ ৬০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ছয় লাখ টাকার, সায়হাম কটনের ২৯ লাখ ৭০ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ২১ লাখ টাকার, ফু-ওয়াং ফুডের ৫৯ লাখ ৭০ হাজার টাকার, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের এক কোটি ৭২ লাখ, মুন্নু জুট স্টাফলার্সের পাঁচ লাখ টাকার, অলিম্পিকের ৪৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।