Print Date & Time : 10 September 2025 Wednesday 9:05 pm

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে সোনালী পেপার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ছিল কাগজ ও মুদ্রণ খাতের প্রতিষ্ঠান সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গতকাল এ মার্কেটে মোট ৪৪ লাখ ২৪ হাজার ১৪০টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারদর ৩০ কোটি ৩১ লাখ ১৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ব্লক মার্কেটে গতকাল লেনদেনের শীর্ষে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৮ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা আলহাজ টেক্সটাইল লিমিটেডের ৭ কোটি ৩১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। সিটি ব্যাংক লিমিটেডের ২ কোটি ২৭ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ১৫ লাখ ৮১ হাজার, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১ কোটি ২০ লাখ, কাট্টলী টেক্সটাইল লিমিটেডের ১ কোটি ১৮ লাখ ৩১ হাজার টাকার, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১ কোটি ৯ লাখ ২৩ হাজার, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৭৯ লাখ ১৯ হাজার, রবি আজিয়াটা লিমিটেডের ৫৮ লাখ ৩৫ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪৪ লাখ ৮০ হাজার, বিচ হ্যাচারি লিমিটেডের ৪৪ লাখ ৬২ হাজার, ফরচুন শুজ লিমিটেডের ৪৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।