Print Date & Time : 24 July 2025 Thursday 3:54 am

বড়লেখায় পৃথক স্থান থেকে নারীসহ তিনজনের মৃতদেহ উদ্ধার

 

শেয়ার বিজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পৃথক স্থান থেকে অজ্ঞাত নারীসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার মৃতদেহগুলো উদ্ধার করা হয়। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন এ তথ্য জানান।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের চানপুর গ্রামের মৃত রমণী দাসের ছেলে কৃষক রণজিত দাস (৫০) এবং তালিমপুর ইউনিয়নের সরুয়ামাঝি গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে সিএনজি অটোরিকশাচালক আলী আছকর (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলী আছকরের মৃতদেহ শনিবার সকালে নিজ ঘরের পাশের একটি আমগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
এদিকে দুপুরের দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের চানপুর এলাকায় নদীর পাড়ের একটি বরুণ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কৃষক রণজিত দাসের মৃতদেহ। রাত ২টার দিকে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরেননি।
অন্যদিকে দুপুরে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চুকারপুঞ্জি এলাকার মাধবছড়া খালের পানি থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসীম উদ্দিন বলেন, ‘লাশ তিনটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।