Print Date & Time : 6 September 2025 Saturday 4:50 am

ভবন নির্মাণ নজরদারিতে ‘থার্ড পার্টি মনিটরিং’ চালু করবে রাজউক

নিজস্ব প্রতিবেদক: ভবনের নির্মাণ প্রক্রিয়া নজরদারি করার জন্য ‘থার্ড পার্টি মনিটরিং’ চালু করতে যাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ তথ্য জানিয়েছেন রাজউকের নগর পরিকল্পনাবিদ ও ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) পরিচালক আশরাফুল ইসলাম।

গতকাল শুক্রবার অনলাইনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। ‘নগরে নাগরিকদের বসবাস ঝুঁকি ও জীবনের নিরাপত্তা; নগর উন্নয়ন পরিকল্পনা এবং নগর সংস্থাসমূহের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।

রাজউকের নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, ঢাকার ভবনগুলোকে নিরাপদ করতে এখন থেকে স্থাপত্য নকশার পাশাপাশি কাঠামোগত নকশাও জমা দিতে হবে। আমরা সেই উদ্যোগ গ্রহণ করছি।

তিনি বলেন, ভবন এবং তার চারপাশের ভূমি ব্যবহার ও বিবিধ ব্যবহারকে পরিবীক্ষণ করতে প্রযোজ্য ক্ষেত্রে ‘পরিকল্পনা অনুমোদন’ বা ‘প্ল্যানিং পারমিট’ নেয়ার বিধিবিধান তৈরি করছে রাজউক। সেইসঙ্গে ভবনের নির্মাণ প্রক্রিয়া নজরদারি করার জন্য ‘থার্ড পার্টি মনিটরিং’ চালু করতে যাচ্ছে রাজউক, যার মাধ্যমে ভবন নির্মাণ প্রক্রিয়ায় অনিয়ম রোধ করা সম্ভব হবে।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইপিডি উপদেষ্টা অধ্যাপক ড. আকতার মাহমুদ, বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইয়াসির আরাফাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদুর রেজা প্রমুখ।