Print Date & Time : 13 September 2025 Saturday 4:18 pm

ভর্তিচ্ছুদের সহায়তায় লাল ব্যারেটে সুসজ্জিত জাবি বিএনসিসি

নোমান বিন হারুন, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্র্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় শৃঙ্খলার দায়িত্ব পালন করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জাবি প্লাটুনের লাল ব্যারেটে সুসজ্জিত দল।

‘জ্ঞান ও শৃঙ্খলা’ এ সংগঠনের মূলমন্ত্র। বিএনসিসি সদস্যরা ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অগ্রণী ভূমিকা রাখছে। ভর্তি পরীক্ষাকালে তারা শান্তিশৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে লাল ব্যারেট পরিহিত একদল সুশৃঙ্খল সদস্যকে ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলস পরিশ্রম করতে দেখা গেছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এ কাজে ব্যস্ত প্রশিক্ষণপ্রাপ্ত বিএনসিসি ক্যাডেটরা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যথাসময়ে সারিবদ্ধভাবে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ ও প্রাথমিক নির্দেশনা দেয়াসহ পরীক্ষাকেন্দ্রের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন বিএনসিসি ক্যাডেটরা।

এ সেবামূলক কাজের অনুভূতি সম্পর্কে ক্যাডেট আল মাহমুদ বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীদের সেবায় কাজ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। বিএনসিসি ক্যাডেট  হিসেবে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করার সুযোগ পেয়ে বেশ ভালো লাগছে। সহযোগিতা পাওয়ার পর মানুষদের মুখের হাসি দেখে দিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। এই কঠোর পরিশ্রম ও মানুষের ভালোবাসা আমাদের আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করে।’

প্লাটুনের পিইউও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাকিবুল হাসান জানিয়েছেন, বিএসসিসি প্লাটুনের দায়িত্ব নেয়ার পর থেকে বিএনসিসির নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছি। ক্যাডেটদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ওপর বেশি জোর দিচ্ছি। কভিডকালেও সেবায় ব্রতি ক্যাডেটরা অনলাইন সেশনের মাধ্যমে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার পর সপ্তাহে দু’দিন আমাদের সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম চলছে। বিএনসিসি সদস্যরা ইতোমধ্যে তিন, সাত ও ১০ দিন মেয়াদি বিটিই, আরটিই প্রভৃতি ক্যাম্প সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন। ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনে তার প্রতিফলন ঘটেছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সদস্যরা সহায়তা অব্যাহত রেখেছেন। আশা করি, জাবি বিএনসিসি তার সুনাম অক্ষুণœ রেখে সামনের দিকে এগিয়ে যাবে।

ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পর্কে প্লাটুনের ক্যাডেট-ইনচার্জ সিইউও হাসিব সোহেল জানিয়েছেন, পরীক্ষাকালে শৃঙ্খলা রক্ষায় ৬০ জন ক্যাডেট দায়িত্ব পালন করছেন। ভর্তি পরীক্ষার মতো বড় একটি কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। জাবির ভর্তি পরীক্ষা শিফটভিত্তিক অনুষ্ঠিত হচ্ছে। দিনে পাঁচ শিফটে পরীক্ষার্থীদের সঠিক সময়ে হলে প্রবেশ নিশ্চিত করাও একটা চ্যালেঞ্জ।

তিনি বলেন, পুরুষ সদস্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী ক্যাডেটরাও দায়িত্ব পালন করছেন। ভর্তি কার্যক্রম পরিচালনায় প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সহায়তা পাচ্ছি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সদা প্রস্তুত।

চলতি বছর সমাজবিজ্ঞান ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, পাবলিক হেলথ ভবন, পুরোনো কলা ভবন, গণিত ও পরিসংখ্যান বিভাগ এবং জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজসহ মোট ছয়টি কেন্দ্রে বিএনসিসি ক্যাডেটরা দায়িত্ব পালন করছেন। জাবি বিএনসিসি প্লাটুন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের রমনা রেজিমেন্টের চার্লি কোম্পানির অন্তর্ভুক্ত। সিইউও ক্যাডেট সার্জেন্ট হাসিব সোহেল এ প্লাটুনের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল গাফফার জিসান, মোসাদ্দেকুর রহমান ও রিয়েলি চাকমা।