ভাতিজিকে স্কুলে নেয়ার পথে বাস চাপায় চাচার মৃত্যু

প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে বাস চাপায় আব্দুর রহিম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছে নাবিদা সুলতানা নামের নিহতের স্কুল পড়ুয়া ভাতিজি। নাবিদা কাজী ফারুকী স্কুল এণ্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী।

সোমবার (৭ মার্চ) সকালে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কের বাসাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের মালের বাড়ীর আলী হায়দারের ছেলে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুর রহিম তার ভাতিজিকে মোটরসাইকেলযোগে স্কুলে নেওয়ার পথে বাসাবাড়ি এলাকা পৌঁছালে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুর রহিম। পরে স্থানীয়রা তার ভাতিজিকে আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া বলেন, ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।