Print Date & Time : 13 August 2025 Wednesday 10:13 am

ভারতীয় টিকা আমদানির বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ব্যাখ্যা

গতকাল বুধবার শেয়ার বিজ পত্রিকায় এক বিশেষ সাক্ষাৎকার দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সাক্ষাৎকারে টিকা আমদানির বিষয়ে তার মতামত তুলে ধরেন। গতকাল তিনি তার বক্তব্যের কিছু বিষয়ে সংশোধনীর জন্য শেয়ার বিজের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন। তিনি বলেন, ভারত থেকে মুরগির ভ্যাকসিন আমদানির বিষয়ে তিনি বোঝাতে চেয়েছেনÑ‘দামি টিকা বেসরকারি খাতে আমদানি হলে তা ভেজাল হতে পারে। এ কারণে টিকা আমদানি ও ব্যবস্থাপনা সরকারিভাবেই হওয়া উচিত। বেসরকারি খাতে টিকা আমদানির সুযোগ দেয়া হলে মানুষের টিকার পরিবর্তে মুরগির টিকাও আমদানি হতে পারে।’